মুক্তিপণের টাকা দিলেও মুক্তি মেলেনি ১১ জেলের

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২: ০১

গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ১১জন জেলে জলদস্যুদের কবলে অপহরণ হন। জলদস্যুদের চাহিদার মতে মুক্তিপণের টাকা দিলেও ১১জেলেকে মুক্তি দেয়নি তারা।

বিজ্ঞাপন

মুক্তিপণের টাকা দেয়া ট্রলারের মালিক মো. হানিফ মাঝি বলেন, তার ভাই মো. সোলেমান মহাজনের মোবাইল ফোন থেকে জলদস্যুরা ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। গত পরশু (বৃহস্পতিবার) বিকালে সর্বশেষ মুক্তিপণের ৮০ হাজার টাকা দিলে ১১ জন জেলে এবং ট্রলার ছেড়ে দিবে জানান তারা। তার ভাই মো. সোলেমান মহাজনের বিকাশ (০১৮৮৭২৪৪৫০৩) নাম্বারের ৮০ হাজার টাকা দিলেও তাদের এখনো ছেড়ে দেয়নি জলদস্যুরা। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ বা হদিস মেলেনি। তাদের একেক সময় একেক স্থানে নিয়ে টর্চার ও মারধর করা হচ্ছে বলে জানান তারা।

ট্রলারের মালিক মো. হানিফ মাঝি বলেন, ২২ জুলাই সকালে ট্রলার নিয়ে ১১ জন মাঝি ও মহাজন সাগরে মাছ শিকারে যায়। পথে সন্দ্বীপের পশ্চিমে ডেংগার চরে ট্রলারসহ তাদের জলদস্যুরা অপহরণ করে। একদিন পরে রাতে তার ভাই অপহৃত সোলেমানের ফোন থেকে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ১১ জন জেলে অপহৃত হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। তবে খোঁজ নিয়ে জানা যেতে পারে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত