ঝরনায় পাঁচবন্ধুর হৈ-হুল্লোড়, কূপে ডুবে প্রাণ গেলো একজনের

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১৬: ২৪

চট্টগ্রামের মিরসরাই ঝরনায় পাঁচবন্ধু ঝরনায় গোসল করতে প্রাণ হারালেন এক বন্ধু। রোববার সকাল ১১টার দিকে উপজেলার বড় দারোগাহাটের রূপসী ঝরনায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আসিফ উদ্দিন (২৪) চট্টগ্রাম ইসলামিয়া ডিগ্রি কলেজের ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। শহরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি কামাল গেইট এলাকার মো. গোলাপের ছেলে।

জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে পাঁচবন্ধু চট্টগ্রাম শহর থেকে রূপসী ঝরনায় ঘুরতে আসেন। তারা ঝরনায় নেমে হৈ-হুল্লোড় ও মাতামাতি করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে আসিফ গোসল করতে কূপে নামেন। এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবাই খোঁজাখুঁজির পর না পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশনে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুপুর ১টার দিকে লাশ উদ্ধার করে।

আসিফের বন্ধু মেহেদী হাসান জানান, আমরা সকাল সাড়ে ১১টায় ৫ বন্ধু মিলে ঘুরতে আসি। ঝরনায় প্রবেশের পর বন্ধুরা সবাই ঝরনায় গোসল করছিলাম। কিন্তু হঠাত আসিফকে না পেয়ে আমরা খোঁজাখুঁজি করতে থাকি। অনেক্ষণ খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে। মুহূর্তের মধ্যে আমার বন্ধুকে হারালাম।

মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধারকারী টিম লিডার শাহলঙ্গ মারমা বলেন, জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে জানানো হয় ঝরনায় একজন পর্যটক নিখোঁজ হয়েছে। আমরা দ্রুত উদ্ধার টিম নিয়ে সেখানে পৌঁছাই। দুপুর ১টার দিকে স্থানীয়দের সহায়তায় আমাদের ডুবুরি টিম তার লাশ উদ্ধার করে। লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহিদ আরমান বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আসিফ উদ্দিনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত