আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে

ভোলায় বিএনপি প্রার্থীকে জরিমানা

জেলা প্রতিনিধি, ভোলা

ভোলায় বিএনপি প্রার্থীকে জরিমানা
ছবি: আমার দেশ

সংসদ নির্বাচন ও গণভোটের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টায় আচরণবিধি নিশ্চিতকরণ মোবাইল কোর্টের পরিদর্শনকালে এই জরিমানা আদায় কর হয়।

বিজ্ঞাপন

ভোলা-৪ সংসদীয় আসনের চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমদাদুল হোসেন জানান, চরফ্যাশন বাজারে শরীফপাড়া এলাকায় অত্র নির্বাচনি এলাকার বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে যানবাহনে (পিকআপ) ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সজ্জিত করে ও প্রচারযন্ত্র সহযোগে নির্বাচন আচরণবিধির নির্ধারিত সময়ের বাইরে প্রচারকালে আচরণবিধি ভঙ্গের সময় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘন করায় ২৭ (ক) বিধি অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন