নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীমকে হাত তুলে সমর্থন জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। বুধবার বিকেলে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে এ সমর্থন জানান তারা।
অনুষ্ঠানের এক পর্যায়ে মন্দিরের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস তার বক্তব্যে শেষে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য হাত তুলে দেখাতে বলেন। সাথে সাথে সবাই দুই হাত তুলে সমর্থন জানান।
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম নোয়াখালী-৬ হাতিয়া থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি প্রতিদিন হাতিয়ার বিভিন্ন এলাকায় গণ সংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করছেন।
প্রতিদিনের মত আজ তিনি হিন্দু সম্প্রদায়ের আহবানে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে নবান্ন উৎসবে যোগ দেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষসহ প্রায় সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে মাহবুবের রহমান শামীম বলেন, ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা ছিলো আমাদের প্রধান দায়িত্ব। আশা করছি আমরা তা করতে পেরেছি। আগামী দিনগুলোতে আমরা হিন্দু-মুসলিম এক সাথে কাটাতে চায়। এ জন্য সহনশীল পরিবেশ তৈরি করতে যা যা প্রয়োজন আমরা তা করব। আগামী নির্বাচনে ধানের শীষের ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী-৬ হাতিয়া আসন থেকে ধানের শীষের প্রার্থী মাহবুবের রহমান শামীম। শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি ধনেশ্বর চন্দ্র দাস, সাবেক ইউপি সদস্য সুনীল চন্দ্র দাস, পুরহীত বিন্দা সাধু, উপজেলা পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি রিপন দন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক মিল্লাতের রহিম মিল্লাত, উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদার, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম হাওলাদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ সদস্য সচির আইয়ুব চৌধুরীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

