জামায়াতের কেন্দ্রীয় সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, যদি ক্ষমতায় আসি, এক টাকাও হারাম খাবো না। স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই। আপনারা সততার পাশে থাকুন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের আলমগীরের বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় তিনি জামায়াতেকে ক্ষমতায় আনতে জনগণের সহযোগিতা কামনা করেন।
এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, আমরা চাই সৎ ও আদর্শিক নেতৃত্ব যারা অন্যায়ের সামনে মাথা নত করবে না।
জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
জামায়াত জনগণের কল্যাণে রাজনীতি করে।
তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির এস এম আলমগীর হোসেন। এ সময় আরো বক্তব্য দেন দলের অন্যান্য নেতাকর্মী।

