গাজা উপত্যকার প্রায় তিন হাজার ফিলিস্তিনি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবার ব্রাসেলসে এক ইইউ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চলমান যুদ্ধবিরতি বজায় থাকলে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সুসংগঠিত ও কার্যকর পুলিশ বাহিনী অত্যন্ত জরুরি হয়ে উঠবে। গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট দেয়। এরই মধ্যে ১০ অক্টোবর থেকে ইসরাইল ও হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে।
গত দুই বছরের যুদ্ধে ইসরাইল-সমর্থক দেশ এবং ফিলিস্তিন-সমর্থক দেশগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে ইইউ গাজা ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হিমশিম খাচ্ছে। তবুও, এ অঞ্চলে নিরাপত্তা পুনরুদ্ধারের দীর্ঘমেয়াদি উদ্যোগের অংশ হিসেবে তারা গাজার আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব নিয়ে এগোচ্ছে।
বর্তমানে গাজার প্রায় সাত হাজার পুলিশ পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত হলেও অনেকে অবসর নিয়েছেন বা দায়িত্ব পালনে অক্ষম। ইইউর হিসাব অনুযায়ী, প্রায় তিন হাজার সদস্যকে কার্যকরভাবে প্রশিক্ষণ দেওয়া সম্ভব।
ইইউ কর্মকর্তা জানান, প্রশিক্ষণ কার্যক্রমটি গাজা উপত্যকার বাইরে আয়োজন করা হবে।
এসআর

