পশ্চিম ইউক্রেনের টেরনোপিল শহরে রাশিয়ার মিসাইল ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বুধবার ২৫-এ পৌঁছেছে, যার মধ্যে তিনজন শিশু রয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “রাশিয়ার গোলাবর্ষণের ফলে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে তিনজন শিশু। আরও ৭৩ জন আহত হয়েছে, তাদের মধ্যে ১৫ জন শিশু।”
এটি রাশিয়ার ফেব্রুয়ারি ২০২২ সালের আগ্রাসনের পর পশ্চিম ইউক্রেনে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলার একটি।
এর আগে ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের বিষয়টি জানান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, “প্রতিটি অপ্রতিরোধ্য আক্রমণ সাধারণ মানুষের জীবনকে লক্ষ করে, যা প্রমাণ করে যে রাশিয়ার উপর চাপ যথেষ্ট নয়। কার্যকরী নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে সহায়তা দিতে পারলেই এই পরিস্থিতি বদলাতে পারে।”
জেলেনস্কি আন্তর্জাতিক সহযোগীদের কাছে বিমান প্রতিরক্ষা মিসাইল সহায়তাও চান।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান
এসআর/

