বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, যারা বাংলাদেশের মানুষকে বিভাজিত করতে চায় তারা দেশ ও জাতির শত্রু।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মনে রাখতে হবে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই দেশে আমরা শত শত বছর সবাই মিলেমিশে আছি। সেই ঐক্যকে আমরা ধরে রাখতে পারি তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে।
কোনো অবস্থাতেই কারো লোভ, প্রলোভনে বা কারো কথায় বিশ্বাস করবেন না। আল্লাহ আর নিজের ঈমানের জোরে সামনে এগিয়ে যাবেন।
ধর্ম নিয়ে রাজনীতি না করার বিষয়ে মন্তব্য করে জাহিদ হোসেন বলেন, দয়া করে এই দেশে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না, এই দেশে হিন্দু-মুসলমান, বৌদ্ধ- খ্রিষ্টান, চাকমা মারমা, আমরা যেমন ভাদুরিয়াবাসী বা নবাবগঞ্জবাসী বা বাংলাদেশ বাসী, সবাই এখানে আমরা শান্তিতে থাকতে চাই।
এ-সময় জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ইউনিয়ন যুবদল সভাপতি কবিরুল ইসলাম কবির, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আল মামুন, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ আতিফ, সাধারণ সম্পাদক যুবায়ের আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

