ইস্তাম্বুলে ছুটি কাটাতে এসে মৃত্যুবরণ করছেন তুর্কি-জার্মান পরিবারের চার সদস্য। ফরেনসিক পরীক্ষায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা খাদ্যে নয় বরং রাসায়নিক পদার্থে আক্রান্ত হয়েছিলেন। বুধবার তুরস্কের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জার্মানি থেকে ইস্তাম্বুলে ভ্রমণে আসা পরিবারটি গত সপ্তাহে ওর্তাকয় এলাকার জনপ্রিয় স্ট্রিট ফুড খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। শুরুতে ধারণা করা হয়েছিল, তারা খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। এ ঘটনায় তুরস্কের প্রসিকিউটরদের উদ্যোগে তদন্ত শুরু হয় এবং ১১ জনকে আটক করা হয়।
তবে ফরেনসিক রিপোর্টে বলা হয়েছে, খাদ্যে বিষক্রিয়া থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। বরং তারা যে হোটেলে ছিলেন, সেখানে ব্যবহৃত কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে মৃত্যু হয়েছে বলে বেশি সম্ভাবনা রয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানায়, হোটেলের নিচতলার একটি কক্ষে বিছানার পোকা নিধনের জন্য কীটনাশক স্প্রে করা হয়েছিল, যা বাথরুমের ভেন্টিলেশন দিয়ে পরিবারের কক্ষে পৌঁছাতে পারে।
ঘটনার পর ফাতিহ এলাকায় অবস্থিত হোটেলটি খালি করে সিল করা হয়েছে। পরিবারটির দুই সন্তান বৃহস্পতিবার, মা শুক্রবার এবং বাবা সোমবার মৃত্যুবরণ করেন। রিপোর্টে জানানো হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত প্যাথলজি, মাইক্রোবায়োলজি ও টক্সিকোলজির বিস্তারিত বিশ্লেষণের পর জানা যাবে।

