চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে দলীয় প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানিয়ে বিএনপির চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা পর্যায়ের ১১ জন নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন।
বুধবার পাঠানো এ চিঠিতে বর্তমান মনোনীত প্রার্থী নুরুল আমিনের পরিবর্তে নতুন প্রার্থী বিবেচনার আহ্বান জানানো হয়েছে। দলের অভ্যন্তরে দীর্ঘদিন সক্রিয়, আন্দোলন–সংগ্রামে জড়িত নেতাদের মধ্য থেকেই প্রার্থী মনোনয়নের দাবি জানিয়েছেন তারা।
এমনকি চিঠিদাতাদের মধ্যেই প্রার্থী হতে আগ্রহী কয়েকজন নেতা রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে বিএনপির প্রার্থী করা হয় মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে। বিএনপির একটি অংশ নুরুল আমিনের মনোনয়ন মেনে নিতে নারাজ। তাদের অভিযোগ নুরুল আমিন চেয়ারম্যান তার অতীত বিতর্কিত কর্মকাণ্ড, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ করে পূর্বে বহিষ্কৃত হয়েছিল।
তাদের বক্তব্য, ‘এমন বিতর্কিত একজনকে প্রার্থী করা হলে আসনটি বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।’
প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে চিঠিতে স্বাক্ষর করেন—
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আলাউদ্দিন কবির, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, সদস্য জিয়াদ আমিন খান, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মঈন উদ্দিন, সদস্যসচিব জসীম উদ্দিন, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম ও সদস্যসচিব কামরুল ইসলাম।
চিঠিতে স্বাক্ষরকারী মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী বলেন, মিরসরাইয়ে নুরুল আমিনের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে আবার তড়িঘড়ি করে দলে নিয়ে এসে প্রার্থী করা হয়েছে— এটি নেতা-কর্মীরা মেনে নিতে পারেননি। যাঁরা দুঃসময়ে রাজপথে ছিলেন এবং আন্দোলন- সংগ্রাম পরিচালনা করেছেন, তাদের মধ্য থেকেই যোগ্য কাউকে মনোনয়ন দেওয়া উচিত।
তিনি আরও বলেন,পুনর্বিবেচনার আবেদনটি দলের বৃহৎ স্বার্থেই পাঠানো হয়েছে।
ওমরা পালনে বিদেশে থাকায় নুরুল আমিনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে তার ঘনিষ্ঠ সহযোগী এবং মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন বলেন, নুরুল আমিন মিরসরাইয়ের জননন্দিত নেতা। তাঁকে প্রার্থী করার আগেও কিছু বিরোধী পক্ষ এমন চিঠি পাঠিয়েছিল। বিএনপি বড় দল— বিচার-বিশ্লেষণ করেই তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন অপতৎপরতা না চালিয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবার এক হয়ে কাজ করাই উচিত।
তিনি আরো বলেন, যারা দলের ঐক্য নষ্টের চেষ্টা করছেন, তারা মূলত বিএনপিকে দুর্বল করতেই এসব করছেন।

