এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের জব্দকৃত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তদারকির জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে আদালত।
গত সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ ও মহানগর দায়রা জজ আদালত দুদকের আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেয়। গতকাল মঙ্গলবার দুদক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তত্ত্বাবধায়ক নিয়োগের আওতায় থাকা সম্পত্তির মধ্যে রয়েছে- চট্টগ্রামের রহমতগঞ্জে সালিমা সিরাজ মাদরাসার বিপরীতে অবস্থিত ৩২ দশমিক ৬১ শতাংশ জমি ও স্থাপনা, আসাদগঞ্জের রূপালী ব্যাংক ভবন, পূর্ব নাসিরাবাদে সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এবং খুলশী ক্লাব ভবন। এছাড়া, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ‘এস আলম হাউজ’, ‘এস আলম সেন্টার’, ‘এস আলম প্লে গ্রাউন্ড’ এবং খুলশী আবাসিক এলাকার ১২টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও ১৮টি পার্কিং স্পেসও রিসিভারের তত্ত্বাবধানে থাকবে।
দুদকের উপপরিচালক ও যৌথ তদন্ত দলের প্রধান তাহাসিন মুনাবীল হক এ সংক্রান্ত আবেদন আদালতে দাখিল করেন। এতে বলা হয়, দুদকের তদন্তে উঠে এসেছে, জব্দাদেশ থাকা সত্ত্বেও অভিযুক্তরা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন, যা সরকারি স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ।
দুদক জানায়, সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে বিপুল অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান চলছে। এসব অভিযোগের প্রেক্ষিতে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত মোট ৪৬৩ দশমিক ৮৭ শতাংশ জমি ও বহুতল ভবন ইতোপূর্বে জব্দের আদেশ দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

