চট্টগ্রামের রাউজানে পৃথক অভিযানে গরুর ফার্ম থেকে অস্ত্র, গুলি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে পলাতক থাকা আবু সাঈদ প্রকাশ রিপন (৩৭) কে।
পুলিশ জানায়, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ মোট ১৫টি মামলা রয়েছে। তিনি রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।
রোববার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন।
বেলায়েত হোসেন জানান, গতকাল শনিবার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিতে তার হেফাজত থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আসামির দেখানো মতে একই এলাকার খাজা গরীবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্ম থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এর আগে ২০ নভেম্বর ভোররাতে রিপনের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সে সময় একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আবু সাইদ রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রুজু করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন বলেন, রাউজানে কোনে সন্ত্রাসী থাকতে পারবে না। আমাদের অভিযান অব্যাহত হয়েছে।
সংবাদ সম্মেলনে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়াসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

