কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক ব্লকের হুঁশিয়ারি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২১: ১৭
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ২১: ৪৫

কুমিল্লাকে বিভাগ করার দাবিতে সমাবেশে করেছে জেলার সর্বস্তরের জনগণ। শুক্রবার বেলা ৩টার দিকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন হাজারো মানুষ।

এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারিও দেন তারা। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাপ্রেমী মানুষ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ঐতিহ্যবাহী কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করতে হবে।

কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা ব্লক করে দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিন। যতদিন না এ বিভাগ বাস্তবায়ন হচ্ছে, ততদিন এ আন্দোলন চলবে।

‘বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। এ সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত