উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম হিরোর ওপর। পরে তাকে আহত অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। হামলার প্রতিবাদে বিএনপি কর্মীরা টায়ার জ্বালিয়ে থানার ফটকে সড়ক অবরোধ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা রাজাপালং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শী তামজিদ জানান, হিরো বাড়ি ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা তাকে মারধর করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে স্বজনরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক রানা জানান, কয়েক দিন আগে রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে মানববন্ধনে নেতৃত্ব দেয়ায় আমাদের দলের নেতা ও জেএসডির নেতা আমিনুল ইসলাম হিরোকে হত্যা উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে হিরো। তিনি সুস্থ হলেই হামলাকারীদের নাম জানা যাবে।
উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, হাসপাতালে এসে দেখেছি হিরোর হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে অনুষ্ঠিত মানববন্ধনকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।
কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম হিরোর ওপর। পরে তাকে আহত অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। হামলার প্রতিবাদে বিএনপি কর্মীরা টায়ার জ্বালিয়ে থানার ফটকে সড়ক অবরোধ করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা রাজাপালং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
প্রত্যক্ষদর্শী তামজিদ জানান, হিরো বাড়ি ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা তাকে মারধর করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে স্বজনরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক রানা জানান, কয়েক দিন আগে রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে মানববন্ধনে নেতৃত্ব দেয়ায় আমাদের দলের নেতা ও জেএসডির নেতা আমিনুল ইসলাম হিরোকে হত্যা উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে হিরো। তিনি সুস্থ হলেই হামলাকারীদের নাম জানা যাবে।
উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, হাসপাতালে এসে দেখেছি হিরোর হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে অনুষ্ঠিত মানববন্ধনকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।
বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
৮ মিনিট আগেটঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১৫ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২৯ মিনিট আগে