স্বেচ্ছাসেবক দলের নেতার ওপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ০৯: ৫৯
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ১৫: ০২

কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম হিরোর ওপর। পরে তাকে আহত অবস্থায় ধানক্ষেত থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। হামলার প্রতিবাদে বিএনপি কর্মীরা টায়ার জ্বালিয়ে থানার ফটকে সড়ক অবরোধ করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলা রাজাপালং ইউনিয়নের মৌলভীপাড়া এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

প্রত্যক্ষদর্শী তামজিদ জানান, হিরো বাড়ি ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা তাকে মারধর করে ধানক্ষেতে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা খবর দিলে স্বজনরা এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াউল হক রানা জানান, কয়েক দিন আগে রাজাপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফলিয়াপাড়া ভোটকেন্দ্র পরিবর্তন নিয়ে মানববন্ধনে নেতৃত্ব দেয়ায় আমাদের দলের নেতা ও জেএসডির নেতা আমিনুল ইসলাম হিরোকে হত্যা উদ্দেশ্যে হামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে হিরো। তিনি সুস্থ হলেই হামলাকারীদের নাম জানা যাবে।

উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী জানান, হাসপাতালে এসে দেখেছি হিরোর হাতে, পায়ে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তারদের সঙ্গে কথা বলে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কয়েক দিন আগে অনুষ্ঠিত মানববন্ধনকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী গোষ্ঠী হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি।

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত