মাদকের মিথ্যা মামলায় যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১: ৩৭

মাদক সংশ্লিষ্ট কোনো আলামত না থাকা সত্ত্বেও কক্সবাজারের উখিয়া উপজেলার জাতীয়তাবাদী যুবদল নেতা মো. সোনা আলমকে গ্রেপ্তার করে পুরাতন একটি মাদক মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী ছমিরা আক্তার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মরিচ্যা বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।

ছমিরা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামী একজন সৎ ব্যবসায়ী ও জনপ্রিয় যুবদল নেতা। তিনি চব্বিশের বৈষম্যবিরোধী জুলাই-আগস্ট আন্দোলনের একজন সাহসী সৈনিক। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একটি অসৎ চক্র পরিকল্পিতভাবে তাকে ফাঁসিয়েছে।’

তিনি জানান, পূর্বে দায়ের হওয়া একটি মামলায় জামিনে মুক্তি পান সোনা আলম। এরপর চলতি বছরের ২৪ জুলাই কক্সবাজার সদর থানায় দায়ের হওয়া আরেকটি মাদক মামলায় অযৌক্তিকভাবে তার নাম জড়ানো হয়। ওই মামলার মূল আসামি ছিলেন রিজিয়া নামে এক নারী এবং এজাহারে আরো দুজন অজ্ঞাতনামার কথা উল্লেখ ছিল। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই পুলিশ তাকে মামলায় আসামি করে আদালতে পাঠায়।

ছমিরা আক্তারের দাবি, মামলার কোনো পর্যায়ে সোনা আলমের নাম ছিল না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মরিচ্যা বাজারের এক চাঁদাবাজকে প্রতিহত করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে একটি অসৎ চক্র প্রতিশোধ মূলক এই ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা স্থানীয়ভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। কিছু হলুদ মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ‘সোনা আলম ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছে’ -যা পরিবার প্রত্যাখ্যান করেছে।

ছমিরা আক্তার আরো বলেন, ‘আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আমার স্বামীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা মানববন্ধন, আন্দোলনসহ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। প্রয়োজনে সাইবার অপরাধ আইনে মামলা করবো।’

তিনি কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত সত্য উদঘাটন করে একজন নির্দোষ মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে হবে। একইসঙ্গে দেশবাসীকে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্যের পাশে থাকার অনুরোধ জানান।

প্রসঙ্গত, মো. সোনা আলম উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা। তিনি রাজনৈতিক সচেতন ও জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে স্থানীয়ভাবে পরিচিত মুখ।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত