
উপজেলা প্রতিনিধি, (কুতুবদিয়া) কক্সবাজার

কক্সবাজারের কুতুবদিয়া প্রধান ডাকঘরে গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ হয়ে আছে প্রায় ৫ বছর যাবত। অনলাইন জটিলতায় এসব সেবা থেকে বঞ্চিত দ্বীপের দেড় লক্ষ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব। নেই কোনো প্রতিকার। আছে নামমাত্র জনবল। তা দিয়েই খুঁড়িয়ে চলছে উপজেলার ডাকবিভাগের সেবা।
জানা যায়, ২০২১ সাল থেকে কুতুবদিয়ার প্রধান ডাকঘরে এফডি, এসডি, পরিবার সঞ্চয়পত্র, ত্রৈমাসিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্রসহ সকল সঞ্চয়পত্র সেবা বা লেনদেন বন্ধ হয়ে আছে। বেসরকারি সেবার চেয়ে আস্থার প্রতীক হিসেবে অনেকেই ডাকঘরে এই সেবাগুলো নিতে এসে ফিরে যাচ্ছেন।
ডাকঘরে আসা বৃদ্ধা রওশন আরা জানান, মেয়াদি সঞ্চয় হিসাব খুলতে এসে ফিরে যাচ্ছি। পোস্ট মাস্টার জানালো এই সেবা এখন বন্ধ আছে।
অপরদিকে খুঁড়িয়ে চলা ডাকঘরে জনবল সংকট পুরনো। পোস্ট মাস্টার ১ জন, অপারেটর ২ পদে কেউ নাই। একজন পিয়ন, ১ জন রানার, একজন অস্থায়ী চেকার দিয়ে চলছে প্রধান ডাকঘরটি। জনবল আর অনলাইন জটিলতায় গুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব। সেবাগুলোর শুরুতে প্রতিমাসে গড়ে অন্তত ২ কোটি টাকার লেনদেন হতো বলে জানান ডাকঘর কর্তৃপক্ষ।
শুধু সরকারি সেবা নয়, দুই বছর ধরে বন্ধ হয়ে আছে ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারও। ২০২৩ সালে ডাকঘরের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থী ৩ মাস মেয়াদে অফিস অ্যাপ্লিকেশন ও ৬ মাস মেয়াদের ডিপ্লোমা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েও তাদের পরীক্ষা নেয়া হয়নি আদৌ। বিপুল অঙ্কের টাকা অগ্রিম নিয়ে খোঁজ সেই উদ্যোক্তার। বিপাকে পড়া শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়েও দিতে পারেননি পরীক্ষা, পায়নি সনদও।
উপজেলা পোস্ট মাস্টার মো: জালাল উদ্দিন বলেন, অনলাইন জটিলতায় গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ প্রায় ৫ বছর ধরে। ডাক জীবন বিমাটি শুধু চালু রয়েছে। বন্ধ থাকা সেবাগুলো পুনরায় চালু করা গেলে গ্রাহকের সংখ্যা অনেকাংশে বেড়ে যেত। কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে অর্ধশত প্রশিক্ষণার্থীদের পরীক্ষা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তালিকা চাওয়া হয়েছিল। তিনি তালিকা প্রেরণ করেছেন। বিষয়টা থেমে আছে কেন জানেন না। অনলাইন জটিলতা কাটিয়ে অপারেটর দিতে বারবার পত্র দিচ্ছেন। কোনো কাজ হয়নি।

কক্সবাজারের কুতুবদিয়া প্রধান ডাকঘরে গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ হয়ে আছে প্রায় ৫ বছর যাবত। অনলাইন জটিলতায় এসব সেবা থেকে বঞ্চিত দ্বীপের দেড় লক্ষ মানুষ। সরকার হারাচ্ছে রাজস্ব। নেই কোনো প্রতিকার। আছে নামমাত্র জনবল। তা দিয়েই খুঁড়িয়ে চলছে উপজেলার ডাকবিভাগের সেবা।
জানা যায়, ২০২১ সাল থেকে কুতুবদিয়ার প্রধান ডাকঘরে এফডি, এসডি, পরিবার সঞ্চয়পত্র, ত্রৈমাসিক সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র, পেনশন সঞ্চয়পত্রসহ সকল সঞ্চয়পত্র সেবা বা লেনদেন বন্ধ হয়ে আছে। বেসরকারি সেবার চেয়ে আস্থার প্রতীক হিসেবে অনেকেই ডাকঘরে এই সেবাগুলো নিতে এসে ফিরে যাচ্ছেন।
ডাকঘরে আসা বৃদ্ধা রওশন আরা জানান, মেয়াদি সঞ্চয় হিসাব খুলতে এসে ফিরে যাচ্ছি। পোস্ট মাস্টার জানালো এই সেবা এখন বন্ধ আছে।
অপরদিকে খুঁড়িয়ে চলা ডাকঘরে জনবল সংকট পুরনো। পোস্ট মাস্টার ১ জন, অপারেটর ২ পদে কেউ নাই। একজন পিয়ন, ১ জন রানার, একজন অস্থায়ী চেকার দিয়ে চলছে প্রধান ডাকঘরটি। জনবল আর অনলাইন জটিলতায় গুরুত্বপূর্ণ সেবা বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব। সেবাগুলোর শুরুতে প্রতিমাসে গড়ে অন্তত ২ কোটি টাকার লেনদেন হতো বলে জানান ডাকঘর কর্তৃপক্ষ।
শুধু সরকারি সেবা নয়, দুই বছর ধরে বন্ধ হয়ে আছে ডিজিটাল পোস্ট অফিস কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারও। ২০২৩ সালে ডাকঘরের মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থী ৩ মাস মেয়াদে অফিস অ্যাপ্লিকেশন ও ৬ মাস মেয়াদের ডিপ্লোমা কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়েও তাদের পরীক্ষা নেয়া হয়নি আদৌ। বিপুল অঙ্কের টাকা অগ্রিম নিয়ে খোঁজ সেই উদ্যোক্তার। বিপাকে পড়া শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়েও দিতে পারেননি পরীক্ষা, পায়নি সনদও।
উপজেলা পোস্ট মাস্টার মো: জালাল উদ্দিন বলেন, অনলাইন জটিলতায় গুরুত্বপূর্ণ ৬ সেবা বন্ধ প্রায় ৫ বছর ধরে। ডাক জীবন বিমাটি শুধু চালু রয়েছে। বন্ধ থাকা সেবাগুলো পুনরায় চালু করা গেলে গ্রাহকের সংখ্যা অনেকাংশে বেড়ে যেত। কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারে অর্ধশত প্রশিক্ষণার্থীদের পরীক্ষা গ্রহণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে তালিকা চাওয়া হয়েছিল। তিনি তালিকা প্রেরণ করেছেন। বিষয়টা থেমে আছে কেন জানেন না। অনলাইন জটিলতা কাটিয়ে অপারেটর দিতে বারবার পত্র দিচ্ছেন। কোনো কাজ হয়নি।


লক্ষ্মীপুর জেলা জামায়াত আমির মাস্টার রুহুল আমিন ভুঁইয়া মন্তব্য করেছেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং জান্নাতের পথ দেখায়।
৩০ মিনিট আগে
পুলিশ একাডেমির পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) সাইফুল ইসলাম বলেন, বুধবার সকাল থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। পরদিন ডাকযোগে ছুটির আবেদন পাঠান, কিন্তু সেটি অনুমোদিত হয়নি। তবে কেন এবং কী কারণে এই উচ্চপদস্থ কর্মকর্তা হঠাৎ করে পালিয়ে গেলেন, এ বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি।
৪৩ মিনিট আগে
দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে। ফেব্রুয়ারি মাস থেকে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন গড়ে দুই হাজ
১ ঘণ্টা আগে
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে, ছাত্রলীগ নেতা রাসেল বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহিনের সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থান করছেন। অপরদিকে আহসান হাবিব সুমনেরও শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ছান্নুর সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে
২ ঘণ্টা আগে