আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামের তিন আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের তিন আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে আট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভোটার স্বাক্ষরে অনিয়ম, মৃত ভোটারের নাম অন্তর্ভুক্ত করা, দলীয় মনোনয়নের অসংগতি, ঋণখেলাপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম-১ (মিরসরাই)

এ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফ ছিদ্দিকির মনোনয়নপত্রে দাখিল করা এক শতাংশ ভোটারের স্বাক্ষরের তালিকায় একজন মৃত ব্যক্তির নাম ও স্বাক্ষর পাওয়ায় তার মনোনয়ন বাতিল হয়।

এছাড়া দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়। জাতীয় পার্টির প্রার্থী এরশাদ উল্ল্যার ক্ষেত্রে তিনি নিজেই নিজের প্রস্তাবকারী হওয়ায় নির্বাচন বিধিমালা লঙ্ঘনের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়।

যাচাই-বাছাই শেষে এ আসনে সাত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন জাতীয় পার্টির সৈয়দ শাহাদাত হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বিএনপির নুরুল আমিন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) একেএম আবু ইউসুফ, জামায়াতে ইসলামীর ছাইফুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের রেজাউল করিম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)

এ আসনে ৯ প্রার্থীর মধ্যে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর নুরুল আমিন এবং জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার ও আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিসের এইচএম আশরাফ বিন ইয়াকুব। রিটার্নিং কর্মকর্তা জানান, জিন্নাত আকতারের মনোনয়নপত্রে ভোটার তালিকায় অসত্য তথ্য ও মৃত ভোটারের স্বাক্ষরের প্রমাণ পাওয়া গেছে।

আহমদ কবির প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় এবং এইচএম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র অসম্পূর্ণ ও বৈধ দলীয় অনুমোদন না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ)

এ আসনে যাচাই-বাছাই শেষে বিএনপির মোস্তফা কামাল পাশা ও জামায়াতে ইসলামীর মুহাম্মদ আলা উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এমএ ছালাম এবং স্বতন্ত্র মোয়াহেদুল মাওলা। এমএ ছালামের ক্ষেত্রে দলীয় মনোনয়নে অসংগতি পাওয়া যায় আর স্বতন্ত্র প্রার্থী মোয়াহেদুল মাওলা ঋণখেলাপি প্রমাণ হন। পাশাপাশি তার দাখিল করা সমর্থক ভোটারদের মধ্য থেকে লটারির মাধ্যমে যাচাই করা ১০ জনই স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা। তিনি জানান, বাতিল হওয়া প্রার্থীরা আগামী রোববার থেকে পরবর্তী চার কর্মদিবসের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন