আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাসুম হত্যা মামলা

হাসিনাসহ পলাতক ২২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জেলা প্রতিনিধি, ফেনী

হাসিনাসহ পলাতক ২২১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাসুম হত্যা মামলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার শহীদ মাহমুদুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় ২২১ জনের নামে পুলিশের দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করে শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ফেনী সদর আমলি আদালতের বিচারক মো. হাসান।

বিজ্ঞাপন

ফেনী কোর্ট পুলিশের ওসি সাইফুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ করে বিকেলে এ আদেশ দেন আদালত।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-১/১১ খলনায়ক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনীর পতিত গডফাদার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজি, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন-দাগনভূঞা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, ছাগলনাইয়া পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র মো. মোস্তফা, ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম পিটু, জিয়া উদ্দিন বাবলু, আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন মাহমুদুল হাসান মাসুম। চিকিৎসাধীন অবস্থায় কয়েক দিন পর তার মৃত্যু হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর রাতে নিহত শিক্ষার্থী মাহমুদুল হাসান মাসুমের ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান বাদী হয়ে ১৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

নিহত মাহমুদুল হাসান মাসুম জেলার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া এলাকার নোমান হাসানের ছেলে। তিনি ছাগলনাইয়া আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজ থেকে স্নাতক চূড়ান্ত পর্বের ফলপ্রত্যাশী ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন