তিতাসে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৩: ৪৮

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যে কুমিল্লার তিতাসে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নাজমা আক্তার, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা লোকমান হায়দার প্রমুখ। মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

পরে অনুষ্ঠানে প্লাবন ভূমিতে মাছ চাষ, দেশীয় প্রজাতির মাছ উৎপাদন ও মাছের পোনা উৎপাদনের জন্য সফল চাষিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এর আগে এই উপলক্ষে র‍্যালি ও উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত