আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কিসের স্বতন্ত্র, কিসের জামায়াত—তাদের কেন্দ্রে ঢুকতে দেব না বিএনপি নেতার হুঁশিয়ারি

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কিসের স্বতন্ত্র, কিসের জামায়াত—তাদের কেন্দ্রে ঢুকতে দেব না বিএনপি নেতার হুঁশিয়ারি

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের তিতাস উপজেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হীরা বলেছেন, ‘কেন্দ্র থেকে আওয়ামী লীগও আমাকে সরাতে পারেনি। এখন তো আওয়ামী লীগের নামই নেই। কিসের স্বতন্ত্র আর কিসের জামায়াত—তাদেরকে কেন্দ্রের আশপাশে ঢুকতে দেব না, ইনশাআল্লাহ। তবে আপনারা যথাযথ মূল্যায়ন করবেন।’

শনিবার বিকেলে তিতাস উপজেলার সাতানী ইউনিয়নের চরকুমরীয়া বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রায় ৩ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে এসব বক্তব্য দিতে শোনা যায় তাকে।

বিজ্ঞাপন

ভিডিওতে কামরুজ্জামান হীরা আরও বলেন, ‘১৯৯১ সাল থেকে এই চরকুমরীয়া কেন্দ্র বিএনপির বিজয়ের কেন্দ্র। আওয়ামী লীগের আমলে উপজেলা বিএনপির সভাপতি সালাহউদ্দিন সরকার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, আমি তাকে এখান থেকে জয়যুক্ত করেছিলাম। তাই আমি নেতৃবৃন্দকে বলতে চাই—আমাদের চারটি কেন্দ্র নিয়ে সামসুল হক যে প্রস্তাব দিয়েছেন, তা সমর্থন ও সাধুবাদ জানাই। আগামী ১২ তারিখ এই কেন্দ্র থেকে আমি বিজয় অর্জন করে প্রমাণ করে দেব।’

তিনি আরও বলেন, ‘আমি আজ আমার ইউনিয়নবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। এখানে উপস্থিত অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একজন বড় মাপের নেতা। তিনি এমপি হলে মন্ত্রী হবেন, আর তিনি মন্ত্রী হলে আমাদের একটি স্কুল এমপিওভুক্ত হবে। সাতানী ইউনিয়নের সব অসমাপ্ত কাজ সম্পন্ন হবে—এই বিশ্বাস আমার আছে।’

তিনি বলেন, ‘সাতানী ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আমি বলতে চাই—আপনাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, ইনশাআল্লাহ।’

মিলাদ ও দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কামরুজ্জামান হীরা যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বক্তব্য। এ বক্তব্যের দায় দল নেবে না।’

এদিকে তিতাস উপজেলার সাধারণ ভোটাররা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...