মাদকসহ বিএনপি নেতা আটক, ফাঁসানোর দাবি স্থানীয়দের

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১৮: ১০

চাঁদপুরের হাজীগঞ্জে পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টুকে (৫৪) মাদকসহ আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর, হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প থেকে প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে পৌর ১০ নম্বর ওয়ার্ড রান্ধুনীমুড়া মজুমদার বাড়ির পারুল বেগমের ঘর থেকে খোরশেদ আলম ভুট্টুকে আটক করা হয়।

তার কাছ থেকে দু’পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি খালি মদের বোতল ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। বুধবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করে হাজীগঞ্জ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এদিকে খোরশেদ আলম ভুট্টুকে আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও তার এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিপক্ষের লোকজন সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। বিএনপির নেতৃবৃন্দসহ ওই এলাকার লোকজন জানান, তাকে (খোরশেদ আলম ভুট্ট) ফাঁসানো হয়েছে। এটি দলীয় ষড়যন্ত্র। যা দলীয় গ্রুপিং এর ফল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত