কুমিল্লা সীমান্তে পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৯: ১৪

ভারতের অব্যাহত পুশইন ঠেকাতে কুমিল্লা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা পুরো সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের প্রতিবেশী দেশ পুশইন করতে থাকায় এ পদক্ষেপ নিয়েছে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার সরেজমিনে কুমিল্লা বিবির বাজার স্থল বন্দর এলাকায় দেখা যায়, আগের চেয়ে বিজিবি সদস্যদের উপস্থিতি বেড়েছে। ঘন ঘন দেওয়া হচ্ছে টহল। তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখছে ভারত সীমান্তের দিকে। নিজেদের প্রস্তুত রাখছে যেকোনো পরিস্থিতি মোকাবিলায়।

বিজ্ঞাপন

ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন কুমিল্লা ১০ বিজিবির প্রায় ৯৬ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এ সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। নজর রাখা হচ্ছে জেলার গোলাবাড়ি সীমান্তে গোমতী নদীতেও ।

চলতি মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে ১০ বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারির কারণে কুমিল্লায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি। এ বাহিনীর কর্মকর্তারা বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম চালানো হচ্ছে। আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় ২৪ ঘণ্টা নজরদারি চলছে। যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে।

Bgb dfgdf

কুমিল্লা আদর্শ সদর পাঁচথুবী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর আহমেদ রাহুল বলেন, ভারতের পুশইন ঠেকাতে আমরা স্থানীয় জনতা সতর্ক অবস্থায় আছি। কোনো অবস্থাতেই আমরা বাংলাদেশে রোহিঙ্গা বা ভারতীয় নাগরিককে প্রবেশ করতে দেব না । স্থানীয় জনতার সঙ্গে বিজিবিও কাজ করছে । এর পরও বিজিবিকে আরো সতর্ক থাকতে হবে।

বিবির বাজার স্থল বন্দর সীমান্ত পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাসেল বলেন, আমাদের এদিক দিয়ে কোনো অবৈধ ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা প্রবেশ করেনি। বিজেবি, আনসার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষণিক নজরদারি করছে ।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লায় এখনো কোনো পুশইন হয়নি। ভারতের এমন আচরণ ঠেকাতে অতিরিক্ত নজরদারি এবং খুব কঠোর অবস্থানে আছি। একই সঙ্গে রাতের টহল বাড়ানো হয়েছে। আনসার ভিডিপি ও স্থানীয় জনতার সহায়তায় কয়েকটি গ্রুপ তৈরি করেছি। যেসব জায়গা দিয়ে পুশইন হতে পারে। সেসব জায়গায় আমরা অতিরিক্ত বিজিবি ও স্থানীয় জনতা দিয়ে তীক্ষ্ণ নজর রাখছি।

তিনি জানান, ভারত সীমান্তের ১১০ টি গেট রয়েছে কুমিল্লা ১০ বিজিবি এলাকায়। দুর্গম ও বন জঙ্গল বেষ্টিত এলাকা দিয়ে পুশইন হওয়ার আশঙ্কা বেশি। এজন্য আমরা গুরুত্বপূর্ণ গেটগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করেছি। কুমিল্লার পুরো এলাকায় তারকাঁটার বেড়া দেওয়া। এজন্যই আমরা গেট গুলোতে নজর রাখছি বেশি ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত