বাঁশখালীর ৩১ জেলে হত্যায় জড়িতদের বিচার দাবি আশিকের

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ২০: ১৯
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ২০: ২৩

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক বলেছেন, বঙ্গোপসাগরে চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যা, এস আলম কর্তৃক ১১ নিরীহ প্রতিবাদী ব্যক্তিকে গুলি করে হত্যাসহ সকল হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।

শুক্রবার বাঁশখালী উপজেলার শেখেরখীল মৌলভীবাজার এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন ।

বিজ্ঞাপন

Amardesh_Satrodol

আশিক বলেন, হত্যাকাণ্ডের ১২ বছর পরও ৩১ জেলে হত্যায় জড়িতরা বিচারের আওতায় আসেনি। বাঁশখালীবাসীর দাবি, বঙ্গোপসাগরে বাঁশখালীর ৩১ জেলে হত্যা ও বাঁশখালীর গণ্ডামারায় এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।'

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘চাঞ্চল্যকর ৩১ জেলে হত্যাকাণ্ডে জড়িত মূল হোতারা বিদেশে পালিয়ে গেছেন, আবার অনেকে দেশে আরাম আয়েশে আছেন। বাঁশখালীতে এ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে আমরা প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার দাবি করছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত