আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

উপজেলা প্রতিনিধি, (কাপ্তাই) রাঙামাটি

খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার ওপরে উঠায় স্পিলওয়ের ১৬টি জলকপাট ৩ফুট করে খুলে দিয়েছে কর্তৃপক্ষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি ক্রমেই বেড়ে চলছে। ফলে পানির লেভেল বিপৎসীমার ওপরে উঠায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক পানি ছাড়ার এই সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে সাড়ে ৩ ফুট করে পানি ছাড়া হয়। পরদিন বুধবার সকালে আবার ৩ ফুট করে ১৬টি জলকপাট পানি ছেড়ে দেওয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বিপৎসীমার উপর চলে যাওয়ায় বুধবার দিবাগত রাত ৩টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট সাড়ে ৩ ফুট করে ছেড়ে দেওয়া হয়েছে।

তিনি আরোও জানান, বুধবার সকাল ৮টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মিনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন