চিরকুট পাঠিয়ে ‘গোপন’ ভিডিও ফাঁসের হুমকি

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ২০: ১৮

‘তুমি জানো আমি তোমার সব খবর রাখি। তিন মাস কী কর আমি জানি। আমার কাছে তোমার কিছু ভিডিও আছে, তুমি আমার নম্বরে কল না দিলে এসব ভিডিও ছড়িয়ে দেবো।’

এভাবেই চিরকুট লিখে এক স্কুলশিক্ষকের বাসায় টয়লেটের ভেন্টিলেটরে রেখে গেছেন আরিয়ান নামের এক ব্যক্তি। ঘটনাটি লক্ষ্মীপুরের কমলনগরের।

বিজ্ঞাপন

ওই শিক্ষকের নাম মোসলেহ উদ্দিন। তিনি রবিবার উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।

স্কুলশিক্ষক বলেন, ৯ মার্চ রাতে টয়লেটের ভেন্টিলেটরের ফাঁকে মুঠোফোন নম্বর সম্বলিত একটি চিরকুট পাওয়া যায়। আরিয়ানের নামে লেখা ওই চিরকুটটি নজরে এলে পরিবারের সদস্যদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোসলেহ উদ্দিন। অভিযোগে উল্লেখ করা হয়, ৯ ফেব্রুয়ারি ওই শিক্ষকের বাড়িতে চুরি হয়। এ ঘটনার পর ৭ মার্চ রাতে তাদের ব্যবহৃত মাটির চুলায় খোদাই করে একটি মোবাইল নম্বরসহ বিভিন্ন সাংকেতিক চিহ্ন লিখে যান কে বা কারা। পরে মুঠোফোন নম্বরে কল করলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে গিয়ে দেখা করতে বলা হয়। এরপর থেকে ওই নম্বরটি আর সচল পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অপরাধীকে শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত