আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সম্পত্তি নিয়ে মা ও ভাইকে হত্যা করলো মাদক কারবারি

কুমিল্লা প্রতিনিধি

সম্পত্তি নিয়ে মা ও ভাইকে হত্যা করলো মাদক কারবারি

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের বসন্তপুর গ্রামে সম্পত্তি ও মাদকের জের ধরে মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে খুন করেছে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তি। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মা রাহেলা বেগম (৬০) এবং ছোট ভাই কামাল হোসেনের (৩৫) লাশ হেফাজতে নিয়েছে। ঘটনার পর থেকে বিল্লাল হোসেন ও তার স্ত্রী পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার সকাল সাড়ে ছয়টায় মৃত আজগর আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। তারপর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থল পুলিশ ও বিজিবি পরিদর্শন করছে। এখনো কোনো মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুর মৃত আলীর তিন ছেলে বিল্লাল, জামাল ও কামাল। আজগর আলী মারা যাওয়ার পর থেকে বড় ভাই বিল্লাল হোসেন জোরপূর্বক জায়গা দখল করে রেখেছে। ছোট ভাইদের কোনো ভাগ দেয় না। মা রাহেলা বেগমকে কয়েকবার মারধর করে। সম্প্রতি বিল্লাল হোসেন মাদক কারবারে জড়িয়ে পড়ে।

গতকাল সন্ধ্যায় মাদক চালান দেয়ার সময় পুলিশের ধাওয়া খেয়ে বিল্লাল হোসেনকে পালিয়ে আসতে হয়। তখন বিল্লালের বউ তাকে জানায়, আজকে পুলিশকে তথ্য দিয়েছে তার ছোট ভাই কামাল হোসেন। এ কথা শুনে ছোট ভাইকে মারতে এলে মা বাধা দেয়। এরপর মাকে মারতে গেলে ছোট ভাই কামাল এগিয়ে আসে। এ সময় বিল্লাল ছুরি দিয়ে পেটে আঘাত করলে কামাল মাটিতে পড়ে যায়। তখন বিল্লাল হোসেন তার গলায় ছুরি চালায়। এতে কামাল হোসেন মারা যায়। মা রাহেলা বেগম বাধা দিলে তাকেও ছুরি দিয়ে আঘাত করে বিল্লাল। ছুরির আঘাতে ঘটনাস্থলেই মা-ও মারা যায়।

স্থানীয় জাহিদুল ইসলাম বলেন, সোমবার সাড়ে ছয়টায় বিল্লালের সঙ্গে তার মায়ের নিয়ে কথা কাটাকাটি হয়। ভোরে বিল্লালের একটি মাদকের চালান আটক হয়। বিল্লালের ধারণা, মাদকের বিষয়ে প্রশাসনকে তথ্য দিয়েছে তার ছোট ভাই কামাল। এই জমি ও মাদক আটকের বিষয়টি নিয়ে কথা কাটাকাটির জেরে বিল্লাল হোসেন তার মাকে ছুরিকাঘাত করে। এ সময় ছোট কামাল হোসেনকে ছুরিকাঘাত করে বিল্লাল।

বসন্তপুর গ্রামের মো. জাকির হোসেন বলেন, তাদের জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে। মাদকের সাথেও জড়িত বিল্লাল হোসেন। ভোরবেলা বিল্লাল তার মা ও ছোট ভাই কামালকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, খবর পেয়েছি মা ও ছেলেকে হত্যা করা হয়েছে। আমরা তথ্য পেয়েছি বিল্লাল হোসেন মাদক কারবারি আর কামাল হোসেন ভালো মানুষ। আমরা লাশ উদ্ধার করেছি। তদন্তসাপেক্ষে বলা যাবে কী কারণে হত্যাকাণ্ড হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন