স্টাফ রিপোর্টার, কক্সবাজার
আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।
ওই আদেশে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক (গোয়েন্দা ইউনিট) মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
দুদকের এই আদেশে কমিশনের ৬ জন উপপরিচালককে বিভিন্ন এলাকায় বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমানকে ‘বাঙালির প্রথম রাষ্ট্রের স্রষ্টা’ দাবি করা দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলির পর সর্বপ্রথম আমার দেশে প্রতিবেদন প্রকাশ হলে সরকারের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। একই ভাবে তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করার জন্য স্থানীয় ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি উঠে। অবশেষে বৃহস্পতিবার তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে পিরোজপুরে বদলি করা হয়েছে। ইতঃপূর্বে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয় থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছিল।
কক্সবাজারে উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে আসার সাড়ে ৫ মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হলো। দুদক সূত্র দাবি করে, গুলশান আনোয়ার প্রধানকে ‘শাস্তিমূলক’ বদলি হিসেবে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই গুলশান আনোয়ার প্রধান দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপপরিচালক (মানিলন্ডারিং) থাকাকালে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শুধু মামলাই করেননি, তিনি ড. ইউনুসসহ গ্রামীণ টেলিকমের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।
যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।
ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।
আওয়ামী লীগ সরকার আমলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) করা মামলার বাদী গুলশান আনোয়ার প্রধানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে।
ওই আদেশে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের উপপরিচালক (গোয়েন্দা ইউনিট) মো. রাশেদুল ইসলামকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে দায়িত্বগ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।
দুদকের এই আদেশে কমিশনের ৬ জন উপপরিচালককে বিভিন্ন এলাকায় বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৭ জুলাই তারিখের মধ্যে সংশ্লিষ্ট কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।
শেখ মুজিবুর রহমানকে ‘বাঙালির প্রথম রাষ্ট্রের স্রষ্টা’ দাবি করা দুদক কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলির পর সর্বপ্রথম আমার দেশে প্রতিবেদন প্রকাশ হলে সরকারের বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়। একই ভাবে তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করার জন্য স্থানীয় ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি উঠে। অবশেষে বৃহস্পতিবার তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করে পিরোজপুরে বদলি করা হয়েছে। ইতঃপূর্বে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয় থেকে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছিল।
কক্সবাজারে উপ-পরিচালক হিসেবে বদলি হয়ে আসার সাড়ে ৫ মাসের মাথায় তাকে প্রত্যাহার করা হলো। দুদক সূত্র দাবি করে, গুলশান আনোয়ার প্রধানকে ‘শাস্তিমূলক’ বদলি হিসেবে দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এই গুলশান আনোয়ার প্রধান দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে উপপরিচালক (মানিলন্ডারিং) থাকাকালে ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে শুধু মামলাই করেননি, তিনি ড. ইউনুসসহ গ্রামীণ টেলিকমের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিটও দিয়েছিলেন। ২০২৩ সালের ৩০ মে উপ-পরিচালক হিসেবে মামলাটি করেছিলেন তিনি।
যদিও চলতি বছরের ২৩ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক রায়ে ওই মামলাটি বাতিল হয়ে গেছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি সর্বসম্মতিক্রমে মামলা বাতিলের এই রায় দেন।
ওই মামলায় দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ এনে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনুসসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছিলেন।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
২৬ মিনিট আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
১ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগে