এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও রিহ্যাব-এর সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেছেন, জাতিকে এগিয়ে নিতে হলে মেধার লালন, বিকাশ ও পরিচর্যা করতে হবে। সৎ ও মেধাবীরাই এই জাতির সম্পদ।
তিনি বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক-প্রকাশক মাহমুদুর রহমান সৎ ও মেধাবী হওয়ার কারণে অনেক দূর এগিয়েছেন। তাই প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধার বিকল্প নেই।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এসইএল মডেল একাডেমীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) উপজেলার চন্দ্রাকান্দিতে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড মডেল একাডেমীর (এসইএল মডেল একাডেমী) ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন ভবন উদ্বোধন, কেক কাটা, আলোচনা সভা, মেধাবৃত্তি প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই কথাগুলো বলেন।
এসইএল মডেল একাডেমীর প্রধান শিক্ষক মো. সালাউদ্দিন-এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম।
বক্তব্য রাখেন, প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপত্র ইবনুল সাইদ রানা, সমাজসেবক হাফিজুর রহমান রাকিব, সমাজসেবক সোহেল রানা, আরিয়ান আরিফ প্রমুখ।
উল্লেখ্য, ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতি মাসে ৫০০ টাকা করে ৩ বছর মেধাবৃত্তি প্রদান করা হবে।

