আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাদিফ ৮ বছর বয়সে কুরআনে হাফেজ: পুরস্কার পেল বাইসাইকেল

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
রাদিফ ৮ বছর বয়সে কুরআনে হাফেজ: পুরস্কার পেল বাইসাইকেল

লক্ষ্মীপুরের রায়পুরে মাত্র আট বছর বয়সেই কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে শিশু রাদিফ আল হাসান। এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে তার মাদ্রাসা কর্তৃপক্ষ।

রাদিফ রায়পুর বাসটার্মিনাল এলাকার আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। নাজেরাসহ মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করে এই বিরল সাফল্য অর্জন করে। তার এমন সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, রায়পুর বাসটার্মিনাল এলাকার কর্মসংস্থান ব্যাংক ভবনের শামছুর নেছা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসাটি সম্পূর্ণ অনাবাসিক প্রতিষ্ঠান।

দুই বছর আগে যাত্রা শুরু করা এ মাদ্রাসায় বর্তমানে নাজেরা, হিফজ ও শুনানি বিভাগে প্রায় ২৫ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। সাধারণত হিফজ বিভাগ সম্পন্ন মাদ্রাসাগুলো আবাসিক হলেও অনাবাসিক পরিবেশে থেকেও মাত্র ১৭ মাসে ৮ বছর বয়সি রাদিফের হিফজ সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানটির জন্য এক বড় অর্জন।

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়, তাকে আমরা বাইসাইকেল উপহার দিয়ে উৎসাহিত করি। এটি মূলত আমাদের পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থীর নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতার ফল।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলতান মাহমুদ খান। এ সময় আরো কয়েকজন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।

রায়পুর শহরে রাদিফের এই সাফল্য ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, অনাবাসিক পরিবেশে থেকেও এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করা সত্যিই এক বিরল ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন