জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের রায়পুরে মাত্র আট বছর বয়সেই কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে শিশু রাদিফ আল হাসান। এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে তার মাদ্রাসা কর্তৃপক্ষ।
রাদিফ রায়পুর বাসটার্মিনাল এলাকার আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। নাজেরাসহ মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করে এই বিরল সাফল্য অর্জন করে। তার এমন সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
জানা যায়, রায়পুর বাসটার্মিনাল এলাকার কর্মসংস্থান ব্যাংক ভবনের শামছুর নেছা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসাটি সম্পূর্ণ অনাবাসিক প্রতিষ্ঠান।
দুই বছর আগে যাত্রা শুরু করা এ মাদ্রাসায় বর্তমানে নাজেরা, হিফজ ও শুনানি বিভাগে প্রায় ২৫ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। সাধারণত হিফজ বিভাগ সম্পন্ন মাদ্রাসাগুলো আবাসিক হলেও অনাবাসিক পরিবেশে থেকেও মাত্র ১৭ মাসে ৮ বছর বয়সি রাদিফের হিফজ সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানটির জন্য এক বড় অর্জন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়, তাকে আমরা বাইসাইকেল উপহার দিয়ে উৎসাহিত করি। এটি মূলত আমাদের পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থীর নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতার ফল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলতান মাহমুদ খান। এ সময় আরো কয়েকজন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
রায়পুর শহরে রাদিফের এই সাফল্য ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, অনাবাসিক পরিবেশে থেকেও এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করা সত্যিই এক বিরল ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।
লক্ষ্মীপুরের রায়পুরে মাত্র আট বছর বয়সেই কুরআনে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে শিশু রাদিফ আল হাসান। এই অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছে তার মাদ্রাসা কর্তৃপক্ষ।
রাদিফ রায়পুর বাসটার্মিনাল এলাকার আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। নাজেরাসহ মাত্র ১৭ মাসে সম্পূর্ণ কুরআন হিফজ করে এই বিরল সাফল্য অর্জন করে। তার এমন সাফল্যে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
জানা যায়, রায়পুর বাসটার্মিনাল এলাকার কর্মসংস্থান ব্যাংক ভবনের শামছুর নেছা ম্যানশনের দ্বিতীয় তলায় অবস্থিত আল-আবরার তাহফিজুল কুরআন মাদ্রাসাটি সম্পূর্ণ অনাবাসিক প্রতিষ্ঠান।
দুই বছর আগে যাত্রা শুরু করা এ মাদ্রাসায় বর্তমানে নাজেরা, হিফজ ও শুনানি বিভাগে প্রায় ২৫ জন শিক্ষার্থী পাঠগ্রহণ করছে। সাধারণত হিফজ বিভাগ সম্পন্ন মাদ্রাসাগুলো আবাসিক হলেও অনাবাসিক পরিবেশে থেকেও মাত্র ১৭ মাসে ৮ বছর বয়সি রাদিফের হিফজ সম্পন্ন হওয়া প্রতিষ্ঠানটির জন্য এক বড় অর্জন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ আবরার হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে যে শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়, তাকে আমরা বাইসাইকেল উপহার দিয়ে উৎসাহিত করি। এটি মূলত আমাদের পরিকল্পিত পাঠদান, শিক্ষার্থীর নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতার ফল।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সুলতান মাহমুদ খান। এ সময় আরো কয়েকজন শিক্ষার্থীকে সবক প্রদান করা হয়।
রায়পুর শহরে রাদিফের এই সাফল্য ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের মতে, অনাবাসিক পরিবেশে থেকেও এত অল্প বয়সে হিফজ সম্পন্ন করা সত্যিই এক বিরল ও অনুপ্রেরণাদায়ী দৃষ্টান্ত।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে