রাউজানে মারামারি থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১৮: ৫১
যুবদল নেতা

চট্টগ্রামের রাউজানে কিশোরদের মারামারির সমঝোতা করতে ‍গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক যুবদল নেতা প্রাণ হারিয়েছেন। তিনি ওই উপজেলা উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উরকিরচরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আজ দুপুরে জানাজানি হয়।

জানা যায়, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নির্যাতনের কারণে আলমগীর বাড়িতে আসতে পারেননি। সরকার পতন হলে তিনি এলাকায় এসে একটি মুরগি বিক্রির দোকান দেন। গতকাল রাতে ধূমপান করাকে কেন্দ্র করে তার দোকানের সামনে ১৫-১৬ বছরের কিশোররা মারামারিতে লিপ্ত হয়। এসময় তিনি সেখানে গিয়ে মারামারি থামানোর চেষ্টা করেন। হঠাৎ তাদের মধ্যে কজন তাকে বুকে একটি ঘুষি দেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের ছোট ভাই মুহাম্মদ রফিক জানান, দুই গ্রামের কিশোরদের মধ্যে মারামারির সমঝোতা করতে গিয়ে তার ভাই আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত