লক্ষ্মীপুরে কুরআনে হাফেজ হওয়ায় ৬০ জন ছাত্রকে পাগড়ি প্রদান করে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ইসলামী মাহফিলে হাফেজদের মাঝে পাগড়ি প্রদান করা হয়। এছাড়া তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসা কর্তৃপক্ষ।
চর মটুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের ছাত্রদের পাগড়ি পরিয়ে দেন।
লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার ঢালকানগর পীর শাহ আবদুল মতিন বিন হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মাদ্রাসার বার্ষিক ইসলামী বয়ানে বক্তা হিসেবে ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসা শায়খুল হাদিস মাওলানা হারুন আল মাদানি, বটতলী জামিয়া ইসলামীয়া আশরাফুল মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইউনুস আহমদ, নোয়াখালী আল ইসলামীয়া দারুল উলুম চর মটুয়ার মুহাদ্দিস হাফেজ মাওলানা আব্দুল বাসেত প্রমুখ।
এছাড়া মুহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসার মুহতামীম মোহাম্মদ আমির হোসাইনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

