চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনালের ইজারা চুক্তি বাতিলের দাবিতে চট্টগ্রাম শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) বুধবার সকালে বন্দর অভিমুখে লাল পতাকা গণমিছিল করেছে। সকাল ১১টায় শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক অংশ নেন।
সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও বন্দর সিবিএর সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
মূল বক্তা ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত। তিনি বলেন, ইজারা প্রক্রিয়ার বিরুদ্ধে স্কপ ধারাবাহিকভাবে স্মারকলিপি, সংবাদ সম্মেলন, বিক্ষোভ, অনশন, অবরোধ ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে এবং এতে জনসমর্থন বাড়ছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার নৈতিক ও আইনগত ভিত্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ.ম. জামাল উদ্দিন, ট্রেড ইউনিয়ন সঙ্ঘের সভাপতি খোরশেদুল আলম, বিএফটিইউসি চট্টগ্রাম বিভাগের যুগ্ম সম্পাদক ইজ ওয়ানুর রহমান খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতা হেলাল উদ্দিন কবির, বিএলএফ চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক নুরুল আবসার, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন শাহিন, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম এবং বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন প্রমুখ।
সভাপতির বক্তব্যে কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, ঘুষ–দুর্নীতির অজুহাতে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা সফল হবে না। তিনি বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার ‘দৈনিক আড়াই কোটি টাকা ঘুষ বাণিজ্য’ সংক্রান্ত অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বিগত দেড় বছর আপনারাই ক্ষমতায় ছিলেন—এই সময় ঘুষ–দুর্নীতি কীভাবে হলো তার জবাব আপনাদেরই দিতে হবে।

