মিয়ানমারের ৩ নাগরিককে পুশব্যাক

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৫১
টেকনাফ (ছবি সংগৃহীত)

কক্সবাজারের উখিয়ায় ঘুমধুম বিওপি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী তিন মিয়ানমার নাগরিককে পুশব্যাক করেছে ৩৪-বিজিবি৷

বিজ্ঞাপন

সোমবার আম বাগান নামক এলাকা দিয়ে মায়ানমারে পুশব্যাক করা হয়েছে।

পুশব্যাক করা রোহিঙ্গারা হলেন মিয়ানমারের মংডু বলিবাজারের সুইজা গ্রামের বিকাশ ধর (৩০), রেশমি ধর (১৯) ও ধনঞ্জয় (৩)৷

বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. ফারুক হোসেন খাঁন জানান, উখিয়ার ঘুমধুম বিওপি সীমান্তের আম বাগান নামক স্থান দিয়ে সোমবার ৪টায় মিয়ানমারের তিন সদস্যের একটি পরিবার অবৈধভাবে প্রবেশ করে৷ পরে খবরাখবর নিয়ে এক ঘণ্টা পর ৫টায় তাদের মিয়ানমারে পুশব্যাক করা হয়৷

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত