১০ লাখ টাকার মুক্তিপণে ছাড়া পেলেন সৃষ্টি ত্রিপুরা

উপজেলা প্রতিনিধি, গুইমারা (খাগড়াছড়ি)
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৩২
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ৫৮

১০ লাখ টাকা মুক্তিপণে ছাড়া পেলেন অপহরণকৃত খাগড়াছড়ি গুইমারার সৃষ্টি ত্রিপুরা। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাতে কালাপনি এলাকা থেকে তিনি ছাড়া পেয়েছেন। তবে কারা অপহরণের সাথে জড়িত তা নির্দিষ্ট করে বলতে পারেনি তিনি।

বিজ্ঞাপন

১১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার মোদি দোকানদার সৃষ্টি ত্রিপুরা (৩৬) কে অপহরণ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। এরপর তারা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

সৃষ্টি ত্রিপুরার বাড়িতে গিয়ে জানা গেছে, শুক্রবার বিকাল থেকে কয়েক জায়গা পরিবর্তন করার পর রাতে মুক্তিপনের টাকা বুজিয়ে দেওয়া হলে রাতেই তাকে ছেড়ে দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা।

মুক্তিপণ দিয়ে ছেলেকে মুক্ত করার বিষয়ে অলংগ্য ত্রিপুরা স্বীকার করলেও কত টাকা দিয়েছেন তা বলেননি। মুক্তিপণ দিয়ে অপহৃতকে উদ্ধারের বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল চৌধুরী বলেন, ভিকটিম উদ্ধার হয়েছে জানি কিন্তু মুক্তিপনের বিষয়ে কিছুই জানিনা।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত