দীর্ঘ প্রায় ২২ বছর পর কক্সবাজার যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজার আসতে পারেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওই দিন তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা, কক্সবাজারের পেকুয়া উপজেলার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। তবে দাপ্তরিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানিয়েছেন, আগামী ১৮ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কক্সবাজার সফর করতে পারেন। তবে এখনো সফরসূচি জানানো হয়নি। তারেক রহমানের কক্সবাজার আসার সম্ভাবনা বেশি। তিনি রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে ১৮ জানুযারি কক্সবাজারে আসবেন।
ইউসুফ বদরী বলেন, তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন, কী কী কর্মসূচিতে অংশ নেবেন, সেসব স্থান পরিদর্শন করা হচ্ছে। এরপর বিষয়গুলো দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। এর পরই তারেক রহমানের কক্সবাজার সফরসূচি ঘোষণা করা হবে।
কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর দেশে আসা আমাদের নেতা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে চলেছেন। এটা জেলা বিএনপি পরিবারের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
জেলা বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালে কক্সবাজার এসেছিলেন। ওই সময় তিনি কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেল জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে যোগ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর তিনি আবার পর্যটন রাজধানীতে পা রাখছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে বেলা ৩টার দিকে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী সংঘর্ষে ছাত্রলীগ ক্যাডারদের গুলিতে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম।
চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ওয়াসিম আকরাম নগরীর চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
শহীদ ওয়াসিম আকরাম কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়ার বাসিন্দা। ওই উপজেলার বাসিন্দা বিএনপির এই সময়ের সবচেয়ে আলোচিত নেতা, দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

