কুমিল্লার তিতাসে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার দক্ষিণ আকালিয়ার শিকদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়ার এমদাদুল হক শিকদারের ছেলে সালাউদ্দিন সিকদার ওরফে রানা শিকদার (৪০) এবং উপজেলার বাতাকান্দির গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শরীফ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্ল্যাহ বলেন, আটককৃতদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তিতাস থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

