ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন ১৬ থানার ওসি পরিবর্তন করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো দৃঢ় ও সমন্বিতভাবে ধরে রাখতে এ পরিবর্তন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
শনিবার সকালে সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা আদেশে বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে এ বদলি করা হয়।
সিএমপির আদেশে বলা হয়, অবিলম্বে নতুন দায়িত্বপ্রাপ্ত ওসিদের নিজ নিজ থানা/কর্মস্থলে যোগ দিতে হবে এবং বর্তমান ওসিদের দায়িত্ব হস্তান্তর করে নির্ধারিত নতুন কর্মস্থলে রওনা দিতে হবে।
কোতোয়ালি, পাঁচলাইশ, বাকলিয়া, চকবাজার, বায়েজিদ, হালিশহর, পতেঙ্গা, ইপিজেড, খুলশীসহ বিভিন্ন থানার ওসিদের একযোগে বদলি করা হয়েছে। এদের মধ্যে কাউকে থানার দায়িত্ব থেকে সরিয়ে সিএমপির বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। কয়েকজনকে নতুন থানার দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি হওয়া ওসিদের তালিকা


সিএমপির ১৬ ওসি কে কোথায় বদলি হলেন