আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফের কেএনএফের ১৩ হাজার পোশাক উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো

ফের কেএনএফের ১৩ হাজার পোশাক উদ্ধার

চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে আবারও বিপুল পরিমাণ পোশাক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার অভিযান চালিয়ে প্রায় ১৩ হাজার পোশাক জব্দ করা হয়েছে। এটি চলতি মাসে এ ধরনের তৃতীয় দফার অভিযান।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের এডিসি (মিডিয়া) মাহমুদা বেগম।

বিজ্ঞাপন

সূত্র জানায়, উদ্ধার করা পোশাকগুলো দেখতে পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যবহৃত ইউনিফর্মের মতো হওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ এখনো নিশ্চিতভাবে একে কেএনএফ-এর ইউনিফর্ম বলছে না।

এক গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পোশাকগুলো দেখতে অনেকটা কেএনএফ সদস্যদের পোশাকের মতো হলেও তদন্ত না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। এটি এখনো সন্দেহের পর্যায়ে আছে।'

এর আগেও পাহাড়তলীর বিভিন্ন গুদাম ও দোকান থেকে একই ধরনের বিপুলসংখ্যক পোশাক জব্দ করা হয়, যা কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে তদন্তাধীন রয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন