চট্টগ্রামের বায়েজিদ এলাকার একটি তৈরি পোশাকশিল্প কারখানা থেকে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের ২০ হাজার ৩০০ পিস কথিত ইউনিফর্ম জব্দের ঘটনা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্তে নেমেও কূল-কিনারা করতে পারেনি ।
চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে একটি গুদামে অভিযান চালিয়ে পাহাড়ের সন্ত্রাসী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর ইউনিফর্ম সন্দেহে ১১ হাজার ৭৮৫ পিস পোশাক জব্দ করেছে পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।
গত ১৭ মে রাতে রিংভো অ্যাপারেলস নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। জাতীয় নিরাপত্তা জড়িত থাকায় বিষয়টি এতদিন গোপন রেখে তদন্ত করেছে পুলিশ। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গার্মেন্টস মালিক সায়েদুল ইসলাম ছাড়াও গোলাম আজম ও নিয়াজ হায়দার নামের আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।