উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩৯০ বস্তা সার একটি ট্রাকসহ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কোটবাজার ভালুকিয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩১০ বস্তা টিএসপি ও ৮০ বস্তা এমওপি। অভিযানের সময় সারগুলো একটি ট্রাকে লোড করা অবস্থায় পাওয়া যায়। এগুলো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই মজুত করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই সারগুলো স্থানীয় কোনো বৈধ ডিলারের মাধ্যমে আনা হয়নি। অভিযানে ধরা পড়া ব্যক্তি ডিলার জাহেদ, কোনো সরকারি বরাদ্দপত্র বা বৈধ কাগজ দেখাতে পারেননি। জানা যায়, তিনি চট্টগ্রামের এক কালোবাজারীর কাছ থেকে এসব সার অবৈধভাবে ক্রয় করে কোটবাজারে এনে মজুত করছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমারে এসব সার পাচারের চেষ্টাও হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী সার কালোবাজারে কিনে এনে মজুত করছে। এই সার কৃষকের জন্য বরাদ্দ, কিন্তু তারা এটা পাচার বা চড়া দামে বিক্রির উদ্দেশ্যে জমিয়ে রাখা অবস্থায় ৩৯০ বস্তা জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা ট্রাকসহ সারগুলো থানায় নিয়ে এসেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সার মজুতের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি শুধু আইন ভঙ্গ নয়, কৃষকের স্বার্থের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যারা সারের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অভিযানে আরও অনেক তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
জব্দকৃত সারগুলো বর্তমানে উখিয়া থানায় সংরক্ষিত রয়েছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযানে অবৈধভাবে মজুতকৃত ৩৯০ বস্তা সার একটি ট্রাকসহ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা কোটবাজার ভালুকিয়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
জব্দকৃত সারগুলোর মধ্যে রয়েছে ৩১০ বস্তা টিএসপি ও ৮০ বস্তা এমওপি। অভিযানের সময় সারগুলো একটি ট্রাকে লোড করা অবস্থায় পাওয়া যায়। এগুলো বৈধ কোনো কাগজপত্র ছাড়াই মজুত করা হচ্ছিল বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই সারগুলো স্থানীয় কোনো বৈধ ডিলারের মাধ্যমে আনা হয়নি। অভিযানে ধরা পড়া ব্যক্তি ডিলার জাহেদ, কোনো সরকারি বরাদ্দপত্র বা বৈধ কাগজ দেখাতে পারেননি। জানা যায়, তিনি চট্টগ্রামের এক কালোবাজারীর কাছ থেকে এসব সার অবৈধভাবে ক্রয় করে কোটবাজারে এনে মজুত করছিলেন। গোয়েন্দা সূত্র বলছে, চলতি বছরে বিভিন্ন সময়ে মিয়ানমারে এসব সার পাচারের চেষ্টাও হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামনাশীষ সরকার বলেন, আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল যে কিছু অসাধু ব্যবসায়ী সার কালোবাজারে কিনে এনে মজুত করছে। এই সার কৃষকের জন্য বরাদ্দ, কিন্তু তারা এটা পাচার বা চড়া দামে বিক্রির উদ্দেশ্যে জমিয়ে রাখা অবস্থায় ৩৯০ বস্তা জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, আমরা ট্রাকসহ সারগুলো থানায় নিয়ে এসেছি। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, সার মজুতের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। এটি শুধু আইন ভঙ্গ নয়, কৃষকের স্বার্থের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র। যারা সারের অপব্যবহার করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। অভিযানে আরও অনেক তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।
জব্দকৃত সারগুলো বর্তমানে উখিয়া থানায় সংরক্ষিত রয়েছে এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে