মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০০
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১: ৪৭
ছবি: আমার দেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

আহতরা হলেন- নিহত সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) এবং গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। এর মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহত সবাই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানীর উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।

পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত