আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁদপুরের হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মালেক রুমিকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

সামাজিক অসঙ্গতিপূর্ণ কাজে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত নেয়। ৩ সেপ্টেম্বর চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী এবং সাধারণ সম্পাদক এইচ.এম. ইসমাইল পাটওয়ারীর যৌথ স্বাক্ষরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশের কথা জানানো হয়।

এই প্রেস বিজ্ঞপ্তিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক ও উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদসহ উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক আইডি থেকে পোস্ট করতে দেখা গিয়েছে। এসব আইডিতে প্রেস বিজ্ঞপ্তিসহ লিখতে দেখা গিয়েছে ব্যক্তির চেয়ে দল বড়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...