রাঙামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় মা শিরিন আক্তার ও ছেলে রানার লাশ উদ্ধার করা হয়েছে। ভাই মাসুম এখনও নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার গুলশাখালীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।
এদিকে নিখোঁজ একজনকে উদ্ধারে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা কাজ করছেন।
জানা গেছে, মঙ্গলবার লংগদু গুলশাখালী বাজার থেকে স্ত্রী ও তিন সন্তান নিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঝড়ো বাতাসের কবলে পড়েন এফআইডিসি টিলার বাসিন্দা আছর উদ্দিন। এ ঘটনার পর সেনা সদস্যরা আছর উদ্দিন ও মেয়ে সালমাকে জীবিত উদ্ধার করেন। পরে ৭ বছর বয়সী ছেলে রানার মরদেহ উদ্ধার করা হয়। এরপর আছর উদ্দিনের স্ত্রী শিরিন আকতারকে উদ্ধার করা হয়। ভাই মাসুম এখনো নিখোঁজ রয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

