আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য। রোববার বেলা সাড়ে ১২টার দিকে ৪১ নম্বর পিলারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য নায়েক আকতার হোসেন। তিনি ৩৪ বিজিবির রেজু আমতলী বিওপিতে কর্মরত।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপির আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে একটি প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহল দেওয়ার সময় হঠাৎ করে মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতার হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে জখম হয়।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন