ঋণের চাপ সইতে না পেরে মা-মেয়ের আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৯: ৪৫
প্রতীকী ছবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করেছেন মা ও মেয়ে। বুধবার দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

বুড়িচং দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক খবরটি নিশ্চিত করে জানান, ময়নামতি ইউনিয়নের জালালপুর গ্রামের হিন্দু বাড়ির মৃত জীবন চন্দ্র পালের স্ত্রী নমিতা পাল (৪২) এবং তার মেয়ে তন্নী রাণী পাল (১৮)।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অভাব-অনটন এবং ঋণের চাপে পরিবারটি মানসিকভাবে বিপর্যস্ত ছিল। স্থানীয়রা আরও জানান, তারা খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং এমন ঘটনা ঘটবে, তা কেউ কল্পনাও করেনি।

থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক বলেন, নমিতা পাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। অভাব-অনটন ও ঋণের বোঝা সইতে না পেরে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত