‘ফ্যাসিস্টরা মাদরাসা শিক্ষাকে ধ্বংস করার আয়োজন করেছিল’

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩১
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৩২

ফ্যাসিস্টরা মাদরাসা শিক্ষাকে ধ্বংস করবার জন্য যাবতীয় আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোহাম্মদ নুরুল হক।

বিজ্ঞাপন

‎শনিবার (১৩ই সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইসলামিয়া কামিল মাদরাসায় মাদরাসা শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

‎তিনি বলেন, আকাইদ বইতে এমন জিনিস আছে, যা পড়লে নিজের আকিদাই ঠিক থাকে না। ‎আকাইদ বইতে এমন আপত্তিজনক বিষয়গুলো সংশোধন করার জন্য মাদরাসা বোর্ডের অর্থায়ন এবং তত্ত্বাবধানে এনসিটিবিকে সাথে নিয়ে আমরা পরিমার্জন করেছি, ছাব্বিশ সালে পরিমার্জিত বইগুলো দেয়া হবে।

তিনি আরো বলেন, লোক দেখানোর জন্য কিছু কিছু বিল্ডিং তারা দিয়েছে প্রতিষ্ঠানে, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো ছিল না।

এদেশে হাই মাদরাসাগুলো ছিলো, সেগুলো একসময় স্কুল কলেজে পরিণত হয়েছে যা আমরা অনেকেই জানি না, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। যেমন ঢাকা কবি নজরুল কলেজ, এটি ছিলো হাই মাদরাসা, পরবর্তীতে এটা ইসলামীয়া কলেজ, এরপরে কবি নজরুল ইসলাম কলেজ হয়েছে। ইসলাম তাদের কাছে এতোই ঘৃণার যে বর্তমানে ইসলাম বাদ দিয়ে তারা নাম দিয়েছে কবি নজরুল কলেজ অথচ এটি ছিল হাই মাদরাসা, আমাদের বর্তমানে আলিয়া নেসাবের মাদরাসাগুলো নিয়েও তাদের দীর্ঘমেয়াদি টার্গেট ছিল।

‎অনুষ্ঠানে টুমচর ইসলমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইদ্রিস টুমচরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা হারুন আল মাদানী, তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন, ফেনী ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতী ফারুক আহমেদ, বাংলাদেশ প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিন।

‎টুমচর ইসলমিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আরিফুর রহমানের সঞ্চালনায় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎এর আগে মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আগমনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে এক আনন্দঘন পরিবেশ দেখা যায়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত