জুলাই-আগস্ট হত্যার আসামি ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৫: ৪১

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আব্দুর রাজ্জাক রুবেল ও স্কুলছাত্র সাব্বির হত্যা মামলার অন্যতম আসামি ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাজী জালালের অপসারণ এবং ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকালে ভানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ‘ভানী ইউনিয়নের সর্বস্তরের জনগণ’ -ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান হওয়ার পর হাজী জালাল আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদে একনায়কতন্ত্র কায়েম করেছেন। তিনি এলাকার উন্নয়নমূলক বরাদ্দ আত্মসাৎ করে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন। এছাড়া ২০২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া আন্দোলনকারীদের ওপর হামলা চালানোর অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে।

বক্তারা আরো বলেন, শহীদ রুবেল ও সাব্বির হত্যায় জড়িত থাকার অভিযোগে হাজী জালালকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের চেষ্টা করছেন।

এ সময় বক্তারা হাজী জালালের চেয়ারম্যান পদ থেকে অবিলম্বে অপসারণ, পুনরায় গ্রেপ্তার ও হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি-ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন ভানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিন, মনিরুজ্জামান ফরাজী, হুমায়ুন কবির বকুল, শুভ হাজারী, মোহাম্মদ শফিক ভূঁইয়া, আ. আউয়াল সরকার, ছোটন ভূঁইয়া, আলম সরকার, সুমন হাজারী, আব্দুল মালেক মাস্টার ও ফয়েজ খান প্রমুখ।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত