আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)
রাউজানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদারপাড়ার নিজ বাড়ি তাকে গ্রেপ্তার করা হয়। আবু তাহের ওই এলাকার ছৈয়দ আহম্মদের ছেলে।

বিজ্ঞাপন

রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ১৯৯৬ সালের ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় আসামি আবু তাহেরসহ এজাহারনামীয় অপরাপর আসামিরা নোয়াপাড়া ইউনিয়নের উত্তর কচুখাইন এলাকার মৃত জোবায়দুল হকের ছেলে এমদাদুল হক প্রকাশ খোকনকে বসতঘর থেকে জোরপূর্বক বের করে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে হত্যা করে।

ওসি আরো জানান, পরবর্তীতে এমদাদুল হক প্রকাশ খোকনের মাতা হালিমা বেগম বাদী হয়ে আসামি আবু তাহেরকে এজাহারনামীয় ১নং আসামি করে ১৫ জন আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে রাউজান থানার অভিযোগপত্র আদালতে দাখিল করেন। বিচারকার্য শেষে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত আসামি আবু তাহেরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৪ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ওসি সাজেদুল ইসলাম জানান, আসামি আবু তাহের মামলা রুজু হওয়ার পর থেকে প্রায় ৩০ বছর পলাতক ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাউজানের সার্কেল এএসপি বেলায়েত হোসেন বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন