
উপজেলা প্রতিনিধি, পরশুরাম (ফেনী)

ফেনীর পরশুরাম উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসাছাত্র পথিকুল ইসলাম বাদশা (১৩) গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছে। বাদশাকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে পথিকুল ইসলাম বাদশা (১৩) গত ১০ অক্টোবর সকালে মোহাম্মদপুর দারুল আক্রাম কুয়েতি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ বাদশার বাবা সাদ্দাম হোসেন জানান, তিনি স্ত্রী তাহেরা আক্তারের চিকিৎসার জন্য তাকে নিয়ে গত ৮ অক্টোবর চট্টগ্রামে যান। ছেলে মাদ্রাসায় থাকায় তাকে নিয়ে যাননি। গত ১৬ অক্টোবর বাড়িতে ফিরে এসে ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। মাদ্রাসায় ছেলেকে না পেয়ে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক জানান, ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে তার ছেলে ছুটি নিয়ে বাড়িতে যায়, এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
সাদ্দাম হোসেন বলেন, আমার ছোট মেয়ে পলি আক্তারকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে, বাদশা দুই দিন বাড়িতে ছিল। মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে মাদ্রাসায় যায়নি। আমার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।
তিনি আরও জানান, পরে কয়েক দফায় মাদ্রাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করতে চাইলেও তারা তাকে সান্ত্বনা বা পরামর্শ না দিয়ে বারবার বিষয়টি এড়িয়ে গেছেন।
এ ঘটনায় শনিবার নিখোঁজ পথিকুল ইসলাম বাদশার বাবা সাদ্দাম হোসেন পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বাদশার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং কালো, চুল ছোট এবং শরীরের গঠন চিকন ও রোগা (হেংলা পাতলা)।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে।

ফেনীর পরশুরাম উপজেলার মোহাম্মদপুর মাদ্রাসাছাত্র পথিকুল ইসলাম বাদশা (১৩) গত দশ দিন ধরে নিখোঁজ রয়েছে। বাদশাকে খুঁজে না পাওয়ায় তার পরিবারের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে পথিকুল ইসলাম বাদশা (১৩) গত ১০ অক্টোবর সকালে মোহাম্মদপুর দারুল আক্রাম কুয়েতি মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসা বা বাড়িতে ফিরে আসেনি।
নিখোঁজ বাদশার বাবা সাদ্দাম হোসেন জানান, তিনি স্ত্রী তাহেরা আক্তারের চিকিৎসার জন্য তাকে নিয়ে গত ৮ অক্টোবর চট্টগ্রামে যান। ছেলে মাদ্রাসায় থাকায় তাকে নিয়ে যাননি। গত ১৬ অক্টোবর বাড়িতে ফিরে এসে ছেলেকে দেখতে মাদ্রাসায় যান। মাদ্রাসায় ছেলেকে না পেয়ে মাদ্রাসার দায়িত্বরত শিক্ষক জানান, ১৬ অক্টোবর সকাল ৯টার দিকে তার ছেলে ছুটি নিয়ে বাড়িতে যায়, এরপর সে আর মাদ্রাসায় ফিরে আসেনি।
সাদ্দাম হোসেন বলেন, আমার ছোট মেয়ে পলি আক্তারকে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বলে, বাদশা দুই দিন বাড়িতে ছিল। মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে মাদ্রাসায় যায়নি। আমার আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান পাইনি।
তিনি আরও জানান, পরে কয়েক দফায় মাদ্রাসায় গিয়ে বিষয়টি কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনা করতে চাইলেও তারা তাকে সান্ত্বনা বা পরামর্শ না দিয়ে বারবার বিষয়টি এড়িয়ে গেছেন।
এ ঘটনায় শনিবার নিখোঁজ পথিকুল ইসলাম বাদশার বাবা সাদ্দাম হোসেন পরশুরাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেন, বাদশার উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং কালো, চুল ছোট এবং শরীরের গঠন চিকন ও রোগা (হেংলা পাতলা)।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, নিখোঁজের ঘটনায় পুলিশ তদন্ত করছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যকারী ও তোতা চেয়ারম্যানের খুনিদের নিয়ে নোয়াখালী ৫ আসনে ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলামের নির্বাচনি প্রচারণা চালানোর প্রতিবাদে নোয়াখালীর কবিরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একটি অংশ।
৫ মিনিট আগে
সুনামগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় বালু উত্তোলন বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।
১ ঘণ্টা আগে
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ’র নির্দেশে এসআই মো. রমজান আলী ও এসআই মো. মনিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পরে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।
২ ঘণ্টা আগে
অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা সহ বেশ কিছু মামলা থাকায় গত এক বছর যাবৎ সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোন কার্যক্রমে অংশগ্রহণ করেন না। দীর্ঘদিন তিনি পলাতক থাকায় দিন দিন নাগরিক সেবা থেকে বঞ্চিত হতে থাকেন এলাকার লোকজন।
২ ঘণ্টা আগে