আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লার তিতাসে যুবদলের দুই নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাসে যুবদলের দুই নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব সরকার ও বলরামপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ কে এম শামীম ওসমানকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার রাতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল খায়ের ভূইয়া টিপু ও ১ নং যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় হাবিব সরকার ও শামীম ওসমানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার বিপক্ষে অবস্থান নেন দুই যুবদল নেতা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণাসহ শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে হাবিব সরকার ও শামীম ওসমান বলেন, ‘আমরা দলীয়ভাবে কোনো চিঠি পাইনি। সোশ্যাল মিডিয়ায় চিঠিটি দেখেছি। ওই চিঠিতে আমাদের আহ্বায়কের স্বাক্ষর নাই।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন